হারামের কুফল

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কোনো ব্যক্তি দূর-দূরান্তে সফর করেছে, তার মাথার চুল এলোমেলো, শরীরে ধুলাবালি লেগে আছে। এ অবস্থায় ওই ব্যক্তি উভয় হাত আসমানের দিকে তুলে কাতর স্বরে হে প্রভু বলে ডাকছে। অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্ত্র হারাম এবং সে হারামই খেয়ে থাকে। এই ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে? (মুসলিম, তিরমিজি)।