ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

হারামের কুফল

হারামের কুফল

হজরত আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি দশ দিরহাম দ্বারা একটি কাপড় ক্রয় করে এবং তার মধ্যে এক দিরহাম হারাম থাকে, তাহলে যতদিন ওই কাপড় তার পরিধানে থাকবে, ততদিন তার কোনো নামাজ আল্লাহ কবুল করবেন না। তারপর তিনি (ইবনে ওমর রা.) তার দুই অঙ্গুলি দুই কানে প্রবেশ করিয়ে বললেন, আল্লাহ এই কর্ণদ্বয়কে বধির করে দিন, যদি না আমি রাসুলে পাক (সা.)-কে এটা বলতে না শুনে থাকি। (বায়হাকি)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত