হালালের সুফল

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

যে ব্যক্তি হালাল সম্পদ উপার্জন করল, অতঃপর তা নিজে খেল বা এই উপার্জন দ্বারা পোশাক পরিধান করল এবং নিজে ছাড়াও আল্লাহতায়ালার অন্যান্য সৃষ্টিকে (যেমন নিজের পরিবার পরিজন এবং অন্যান্য লোক) খাওয়াল এবং পরাল তবে তার এই আমল তার জন্য বরকত ও পবিত্রতাস্বরূপ। (ইবনে হাব্বান, কিতাবুর রিদা’, বাবুন নফকাহ, ৬ষ্ঠ অংশ, ৪/২১৮, হাদিস নং-৪২২২)।