শ্রমিক তার মনিবকে ফাঁকি দিলে তাঁর উপার্জন হালাল হবে না। মনিব তার শ্রমিককে ঠকালে, ন্যায্য পাওনা না দিলে তার সম্পদ হালাল হবে না। কর্মচারী মালিকের সঙ্গে প্রতারণা করলে তার উপার্জন হালাল হবে না, মালিক তার কর্মচারীর প্রতি জুলুম ও অবিচার করলে তার সম্পদ হালাল হবে না। ব্যবসায়ী পণ্যে ভেজাল দিলে, ওজনে বা পরিমাণে কম দিলে, নকল পণ্য বিক্রি করলে; মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিলে তাঁর উপার্জন হালাল হবে না। ক্রেতাও যদি কোনোভাবে বিক্রেতার সঙ্গে প্রতারণা করে, তবে তাঁর রিজিকও হালাল হবে না। কোরআন কারিমে আল্লাহতায়ালা বলেন, ওই সব লোকের জন্য রয়েছে দুর্ভোগ, যারা মানুষ থেকে গ্রহণের সময় ঠিকমতো নেয় এবং মানুষকে দেওয়ার সময় কম দেয়।’
(সুরা মুতাফফিফিন : ১-২)।