হারামের কুফল

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

এরশাদ হচ্ছে : যখন মৃত ব্যক্তিকে খাটের ওপর উঠানো হয়, তখন তার রুহ চঞ্চল হয়ে ওঠে। খাটের ওপর বসে চিৎকার করে বলে যে, হে আমার পরিবার-পরিজন! দুনিয়া তোমাদের সাথে এভাবে যেন না খেলে, যেমনিভাবে সে আমার সাথে খেলেছে, আমি হালাল এবং হালাল নয়- এমন সম্পদ জমা করেছি এবং সেই সম্পদ অন্যের জন্য রেখে এসেছি। এর উপকার তাদের জন্য এবং এর ক্ষতি আমার জন্য, ব্যস যা কিছু আমার ওপর অতিবাহিত হয়েছে তা থেকে শিক্ষা গ্রহণ করো। (আত তাযকিরাতু লিল কুরতুবী, পৃষ্ঠা-৬৯)।