পুস্তক পরিচিতি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বইয়ের নাম : ‘মনোরোগ : সমস্যা ও সমাধান’
পৃষ্ঠা সংখ্যা : ৩৩৬
লেখক : মুফতী মোঃ আব্দুল্লাহ্, গ্র্যান্ড মুফতী, ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম, ঢাকা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
লেখার প্রকৃতি : মৌলিক রচনা, অভিজ্ঞতার আলোকে অনুসন্ধান ও গবেষণা
প্রকাশক : মোহাম্মদ শিহাবউদ্দিন
প্রকাশনী : বাড কম্প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন্স, পাঠকবন্ধু মার্কেট, ৫০ বাংলাবাজার, ঢাকা-১১০০
প্রকাশকাল : নভেম্বর, ২০২২খ্রি.
বাংলা একাডেমি একুশে বইমেলা, স্টল নং ৪৭০-৪৭১
বিষয় বস্তু : বইটি তাসাওউফ ও আধ্যাত্মিক পরিশুদ্ধিবিষয়ক আপডেট গবেষণা সংবলিত। সম্পূর্ণ নতুন আঙ্গিকে, আলেমণ্ডগরআলেম, নারী-পুরুষ সাধারণ শিক্ষিত, সর্বসাধারণ মুসলমানের উপযোগী মনোজগতের সবরকম উঁকিঝুঁকি, প্রশ্ন ও অশান্তির কোরআন-সুন্নাহ ব্যাখ্যা সংবলিত আধুনিক ও সর্বশেষ এবং প্রয়োজনীয় অতিরিক্ত গবেষণা-অনুসন্ধান সংবলিত নতুন তথ্য-উপাত্তসহ এক অনন্য-অসাধারণ আত্মিক চিকিৎসা গ্রন্থ। এতে ‘তাসাওউফ’ ও অদৃশ্য ‘রুহানি বিদ্যা’কে কোরআন-সুন্নাহ দলিল-প্রমাণ দ্বারা প্রামাণ্য করার পাশাপাশি, হাতে-কলমে বোঝা-হৃদয়ঙ্গম করার মতো বাস্তবভিত্তিক ও যৌক্তিক আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।
তাছাড়া, বইটির বলতে গেলে ৯০ শতাংশ লেখাই ইতোপূর্বে দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক ইনকিলাবসহ বিভিন্ন সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও গবেষণা জার্নালে বারবার ছাপাও হয়েছে। সব সুহৃদ পাঠকের সংগ্রহে আজীবন পাশে রাখার উপযোগী প্রাণবন্ত একটি বই। আমরা বইটির বহুল প্রচার কামনা করছি।