হারামের কুফল

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

হারাম উপার্জন আল্লাহর ক্রোধকে বাড়িয়ে দেয় এবং জাহান্নামে প্রবেশে সহায়তা করে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মিথ্যা শপথের মাধ্যমে কেউ যদি কোনো মুসলিমের প্রাপ্য ছিনিয়ে নেয়, তবে আল্লাহ জাহান্নাম তার জন্য অবধারিত করে দেন এবং জান্নাত হারাম করে দেন। এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল (সা.)! যদিও তা সামান্য পরিমাণ হয়? তিনি বললেন, যদিও তা গাছের ডালের সামান্য দণ্ড পরিমাণ হয়।’ (মুসলিম : ১৩৭; মিশকাত : ৩৭৬০)। অন্য হাদিসে এসেছে, ‘নিশ্চয়ই যারা আল্লাহর রাস্তার সম্পদকে অন্যায়ভাবে অধিগ্রহণ করে, তাদের জন্য কেয়ামতের দিবসে জাহান্নাম রয়েছে।’ (বোখারি : ২০৮৭; আহমাদ : ৭২০৬)।