ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হাদিসের দর্পণে জীবন

হাশরের ময়দানে নিঃস্ব ব্যক্তির পরিচয়

হাশরের ময়দানে নিঃস্ব ব্যক্তির পরিচয়

হজরত আবু হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত। একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমরা কি জান, নিঃস্ব কে?’ সাহাবারা বললেন, ‘আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি, যার কাছে কোনো দিরহাম এবং কোনো আসবাবপত্র নেই।’ তিনি বললেন, ‘আমার উম্মতের মধ্যে (আসল) নিঃস্ব তো সেই ব্যক্তি, যে কেয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাতের (নেকী) নিয়ে হাজির হবে। কিন্তু এর সঙ্গে সে এ অবস্থায় আসবে যে, সে কাউকে গালি দিয়েছে। কারও প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে, কারও মাল (অবৈধভাবে) ভক্ষণ করেছে। কারও রক্তপাত করেছে এবং কাউকে মেরেছে।

অতঃপর এ (অত্যাচারিত) কে তার নেকী দেয়া হবে। পরিশেষে যদি তার নেকীরাশি অন্যান্যদের দাবি পূরণ করার আগেই শেষ হয়ে যায়, তাহলে তাদের পাপরাশি নিয়ে তার ওপর নিক্ষেপ করা হবে। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।’ (মুসলিম,২৫৮১; তিরমিজি, ২৪১৮; আহমাদ, ৭৯৬৯, ৮২০৯, ৮৬২৫)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত