পিরামিডের ভেতর করিডোর!
প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পিরামিড আবিষ্কার হয়েছে বহু বছর। মিশরের রাজা-রানিদের সমাধিসৌধগুলোর পরতে পরতে লুকিয়ে রয়েছে নানা রহস্য। তার বেশ কিছু আবিষ্কার করা গেছে, আর বহু জিনিসই রয়ে গেছে লোকচক্ষুর আড়ালে। সম্প্রতি ৪ হাজার ৫০০ বছর আগে তৈরি গিজার পিরামিডের ভেতর ৩০ ফুট লম্বা একটি লুকোনো করিডোরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, নয়া এ আবিষ্কার হয়তো পিরামিডের ভেতরের আরও বহু অনাবিষ্কৃত রহস্য ভেদ করার পথ দেখাবে।
পিরামিডের রহস্যের খোঁজে ২০১৫ সাল থেকে স্ক্যান পিরামিড নামে একটি প্রকল্পের কাজ চলছিল। কোনো খনন কাজ নয়, ইনফ্রারেড থার্মোগ্রাফি, ত্রিমাত্রিক সিমুলেশন এবং কসমিক রে ব্যবহার করে চলছিল কাজ। সেই কাজেই এ অসমাপ্ত করিডোরটির খোঁজ পাওয়া গেছে। গবেষকরা জানিয়েছেন, পিরামিডের ভেতর করিডোরটি তৈরি হওয়ার দুটি কারণ থাকতে পারে। এক. ভেতরে প্রবেশের মূল দরজার চারপাশে পিরামিডের ওজন পুনর্বণ্টন করে দেয়া অথবা দুই. ওই করিডোর দিয়ে অন্য কোনো অনাবিষ্কৃত গোপন ঘরে পৌঁছানোর জন্য।
‘আমরা স্ক্যানিংয়ের কাজ চালিয়ে যাব, দেখব ওই করিডোরের নিচে, অথবা শেষপ্রান্তে কী আছে- জানিয়েছেন মিশরের সুপ্রিম কাউন্সিল অব এন্টিকুইটির প্রধান মোস্তাফা ওয়াজিরি। তিনি আরও জানিয়েছেন, পিরামিডের অন্য একটি দিকে ফ্যারাওয়ের সমাধিঘরের ওপর আরও ৫টি ঘর আবিষ্কার করা হয়েছিল আগেই। সেগুলোও বিশালাকার পিরামিডের ওজন পুনর্বণ্টনের উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল বলে মনে করছেন তারা। এমনকি, ফ্যারাওয়ের একাধিক সমাধি ঘর থাকার সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছেন না গবেষকরা।
সূত্র : দ্য ওয়াল