ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুফতি শাহ আমিমুল ইহসান সিদ্দিকী

ইমাম ও খতিব, মসজিদে বাইতুস সালাম, পিয়েভে দি সলিগো ত্রেভিজো, ইটালি
মুফতি শাহ আমিমুল ইহসান সিদ্দিকী

প্রশ্ন : গরু, উট ও মহিষে কয় ভাগে কোরবানি করা যায়?

উত্তর : গরু, উট ও মহিষে সাত ভাগে কোরবানি করা যায়। তবে মনে রাখতে হবে, সাত ভাগে কোরবানি করলে সাতজন শরিকের প্রত্যেকের ভাগ এক সপ্তমাংশের কম হতে পারবে না। যেমন কেউ দেড় ভাগ, কেউ আধা ভাগ নিল। সাতজনের মধ্যে কেউ এমন অংশ ভাগ নিলে সাতজনের কারো কোরবানিই শুদ্ধ হবে না। (বাদায়েউস সানায়ে: ৪/২০৭)।

প্রশ্ন : গরু, উট ও মহিষে সাত ভাগের কমে কি কোরবানি করা যায়?

উত্তর : গরু, উট ও মহিষে কেউ চাইলে এককভাবে এক ভাগে বা শরিক হয়ে সাত ভাগে কিংবা সাতের কম যে কোনো সংখ্যক ভাগে তথা দুই, তিন, চার, পাঁচ ও ছয় ভাগে কোরবানি করতে পারবে। (মুসলিম : ১৩১৮, বাদায়েউস সানায়ে : ৪/২০৭)।

প্রশ্ন : শরিকে কোরবানির ক্ষেত্রে শরিকদের মধ্যে কারো গোশত খাওয়ার নিয়ত থাকলে কোরবানি শুদ্ধ হবে কি?

উত্তর : আল্লাহর হুকুম পালন ও তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরবানি করতে হয়। শরিকদের মধ্যে কেউ গোশত খাওয়ার নিয়ত করলে তার কোরবানি শুদ্ধ হবে না। তাকে যারা শরিক বানায় তাদের কোরবানিও শুদ্ধ হবে না। (বাদায়েউস সানায়ে : ৪/২০৮, কাজিখান ৩/৩৪৯)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত