বাংলাদেশে পর্যটন কার্যালয় খুলছে সৌদি আরব

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত বিশ্ব ডেস্ক

সৌদি পর্যটন কর্তৃপক্ষ (এসটিএ) বাংলাদেশে একটি প্রতিনিধি কার্যালয় খুলতে যাচ্ছে। দেশটির এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্ট আল হাসান আল দাব্বাগ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন। কর্তৃপক্ষের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে ৩০ লাখের বেশি পর্যটক নিয়ে যাওয়া। এসটিএ হজ ও ওমরা মন্ত্রী তৌফিক আর রাবিয়ার নেতৃত্বে একটি সৌদি প্রতিনিধিদল বাংলাদেশে আসে। তারা এ সপ্তাহে সৌদি আরবের ফ্ল্যাগশিপ নুসুক প্রকল্প চালু করতে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে ঢাকা সফর করেছিলেন। বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিও স্বাক্ষর করা হয়েছে।

নুসুক হলো একটি ই-ভিসা এবং বুকিং প্ল্যাটফর্ম; যার অধীনে হজযাত্রীরা মক্কা, মদিনা এবং এর বাইরের এলাকায় ঘুরতে আসার সুবিধা পাবেন। যদিও এ প্রকল্পের উদ্দেশ্য ছিল, বাংলাদেশিদের জন্য ওমরা পালন সহজ করা। তবে সৌদি পর্যটন কর্তৃপক্ষ এর বাইরেও যাত্রীদের ভ্রমণ করার সুবিধা দেয়ার বিষয়ে রাজি হয়েছে। চলতি বছরের শুরুর দিকে পর্যটন নিয়ে ভারতে একটি ব্যাপক প্রচারণা চালায় সৌদি। প্রচারণার লক্ষ্য ছিল, ১ কোটি ২০ লাখের বেশি ভারতীয় পর্যটক আকৃষ্ট করা। চলতি সপ্তাহের সফরে বাংলাদেশের সঙ্গেও পর্যটন বিষয়ক চুক্তি সম্পন্ন করেছে সৌদি আরব। আল দাব্বাগ বলেছেন, আমরা এখানে অনেক কিছু করছি। প্রথমত, আমরা একটি প্রতিনিধি অফিস স্থাপন করছি। আমরা এখন আমাদের বাণিজ্য অংশীদার, ট্যুর অপারেটর এবং ট্রাভেল এজেন্টদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি।