ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হাদিস থেকে শিখি

হাদিস থেকে শিখি

আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব সূত্রে বর্ণিত, নবী (সা.) বলেছেন, ‘সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, যে প্রতিপালক হিসেবে আল্লাহর প্রতি সন্তুষ্ট, ধর্ম হিসেবে ইসলামের প্রতি সন্তুষ্ট এবং রাসুল হিসেবে মুহাম্মদ (সা.)-এর প্রতি সন্তুষ্ট। (মুসলিম : ৩৪, তিরমিজি : ২৬২৩)।

হাদিস থেকে শিক্ষা : বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ। তিনি মালিক ও মহাব্যবস্থাপক। বান্দার সার্বিক বিষয়ে আল্লাহই যথেষ্ট। এ বিশ্বাস হৃদয়ের গভীরে লালন করা এবং এতেই আত্মতৃপ্তি উপলব্ধি করা। একমাত্র ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করা এবং মুসলিম হতে পেরে নিজেকে গর্বিত মনে করা, কোনো হীন স্বার্থে ইসলামকে উপেক্ষা করার মানসিকতা মনের কোণে স্থান না দেওয়া। মুসলিম পরিচয়ে সঙ্কোচবোধ না করা। মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল; তার উম্মত হতে পেরে গর্বিত হওয়া। সারকথা হলো, দুঃখে ধৈর্যধারণ ও সুখে শোকর জ্ঞাপন, তাকদিরের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন, জীবনে ঘটিত নানান ঘটনায়; প্রাপ্তি বা অপ্রাপ্তিতে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা, রাসুলের আনীত বিধান শরিয়তকে যথাযথভাবে পালন করা, মুহাম্মদ (সা.) কে জানেপ্রাণে মহব্বত করা, আদবে, আখলাকে, লেনদেনে, সামাজিকতায় মুহাম্মদ (সা.) কে অনুসরণ করা, দুনিয়াবিমুখ হয়ে আখেরাতকে প্রাধান্য দেওয়া। এসব গুণ যে বান্দার অর্জিত হবে, সে বেশি বেশি নেক কাজের তাওফিক পাবে। নেক কাজ তার কাছে ভালো লাগবে। মন্দ কাজে অনীহা জন্মাবে। এভাবেই সে ঈমানের স্বাদ আস্বাদন করবে। (মিরকাতুল মাফাতিহ : ১ /১৪৩)।

গ্রন্থনা : মুফতি দিদার শফিক,

মুহাদ্দিস ও মিডিয়াকর্মী

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত