ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আনুগত্য ও অবাধ্যতার পরিণাম

আবদুল কাইযুম শেখ
আনুগত্য ও অবাধ্যতার পরিণাম

প্রতিটি ব্যক্তি সফল হতে চায়। কিন্তু সফল হওয়ার উপায় নির্বাচনে ভুল করে বহু মানুষ। মহাগ্রন্থ আল কোরআনে সফল হওয়ার বিভিন্ন উপায় বর্ণনা করা হয়েছে। আল্লাহ ও তার রাসুলের আনুগত্যে মহাসাফল্য রয়েছে মর্মে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘যে কেউ আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে।’ (সুরা আহজাব : ৭১)। পার্থিব জীবন একদিন শেষ হয়ে যাবে। পরকালীন জীবন ক্ষয়, লয়হীন ও অবিনশ্বর। তা কখনো শেষ হবে না। অতএব, যেসব লোক পরকালীন সুখ-শান্তির অধিকারী হবে, তারাই প্রকৃত সফল। যারা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে তারা চির সুখের জান্নাতের অধিকারী হয়ে সফল হবে মর্মে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে কেউ আল্লাহ ও রাসুলের আদেশমতো চলে, তিনি তাকে জান্নাতসমূহে প্রবেশ করাবেন, যেগুলোর তলদেশ দিয়ে ঝর্না প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে। এ হল বিরাট সাফল্য।’ (সুরা নিসা : ১৩)।

ন্যায়ের আনুগত্যে সফলতা : বিশ্বজুড়ে কাফের, বেদ্বীন ও বেঈমানেরা মুসলমানদের ওপর প্রভাব বিস্তার করে আছে। তারা নানাভাবে বিশ্ব মুসলিমের ওপর শাসনের ছড়ি ঘুরাচ্ছে। ছলে বলে কৌশলে বিভিন্ন উপায়ে দিন দিন মুসলিম জাতির উপর প্রভাব বিস্তার করে চলেছে। এর একমাত্র কারণ হলো মুসলমানরা আল্লাহ ও তার রাসুলের আনুগত্য বর্জন করার সঙ্গে সঙ্গে শতধা বিভক্ত হয়ে গিয়েছে। মুসলিম রাষ্ট্রগুলো দ্বিধা বিভক্ত হয়ে হীনবল হয়ে পড়েছে। মুসলিম উম্মাহর এই দুরবস্থা হতে উত্তরণের একমাত্র উপায় হলো আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করা। আল্লাহ ও তার রাসুলের নির্দেশ মান্য করা এবং পরস্পরে কলহ বিবাদে লিপ্ত না হওয়ার নির্দেশ দিয়ে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহতায়ালার নির্দেশ মান্য করো এবং তার রাসুলের। তাছাড়া তোমরা পরস্পরে বিবাদে লিপ্ত হয়ো না। যদি তা কর, তবে তোমরা কাপুরুষ হয়ে পড়বে এবং তোমাদের প্রভাব চলে যাবে। আর তোমরা ধৈর্যধারণ করো। নিশ্চয়ই আল্লাহতায়ালা আছেন ধৈর্যশীলদের সঙ্গে' (সুরা আনফাল : ২৪)। পরকালে জান্নাতের অধিকারী হবে সেসব লোক, যারা দুনিয়ায় আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করবে।

তারা জান্নাতে নবী, সিদ্দিক, শহিদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গের সঙ্গলাভ করে পরম সৌভাগ্যের অধিকারী হবে। তারা এই মহান ব্যক্তিবর্গের সঙ্গে শান্তি সুখের জীবন অতিবাহিত করতে থাকবে। পরকালীন জীবনে তাদের কোনো দুঃখ-কষ্ট থাকবে না। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘যারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে, তারা সেসব লোকদের সঙ্গে (জান্নাতে) থাকবে, যাদের প্রতি আল্লাহ নেয়ামত দান করেছেন আর তারা হলেন নবী, সিদ্দিক, শহিদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ। আর কতই না উত্তম সঙ্গী তারা।’ (সুরা নিসা : ৬৯)।

অবাধ্যতার মন্দ পরিণাম : দুনিয়ার জগতে কোনো ব্যক্তি রাজা-বাদশাহ বা তার দূতের আদেশ লঙ্ঘন করলে তার পরিণতি শুভ হয় না। অনেক সময় এমন ব্যক্তিকে জেল-জুলুমের শিকার হতে হয় কিংবা ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহ ও তার রাসুলের আদেশ অমান্য করে, তাহলে তার পরিণামও শুভ হবে না। এমন ব্যক্তিকে কঠিন পরিণতি ভোগ করতে হবে ও জাহান্নামের আগুনে প্রজ্জ্বলিত হতে হবে। যেসব লোক আল্লাহ ও তার রাসুলের আদেশ লঙ্ঘন করে, তারা জাহান্নামের অধিবাসী হবে। এ প্রসঙ্গে আল্লাহতায়ালা বলেন, ‘যে কেউ আল্লাহ ও রাসুলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। সে সেখানে চিরকাল থাকবে। তার জন্যে রয়েছে অপমানজনক শাস্তি।’ (সুরা নিসা : ১৪)।

লেখক : শিক্ষক ও অনুবাদক

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত