ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

৩৫ লাখ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করেছে

অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন
৩৫ লাখ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করেছে

গত ২০ অগাস্ট হতে শুরু হওয়া ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন বন্যাদুর্গত জেলায় এপর্যন্ত ৩৫ লাখ টাকার ত্রাণসামগ্রী বিতরণ করেছে চট্টগ্রামের অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন। সভাপতি ক্যাপ্টেন আতিক ইউএ খান জানান, অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন বন্যার শুরু হতে মীরসরাই, ফটিকছড়ি সদর, রামগড়, ফেনীর ফুলগাজি-পরশুরাম, কুমিল্লার মনোহরগঞ্জ, নোয়াখালীর সেনবাগ-রাজগঞ্জ- মাইজদি-সোনাপুর, লক্ষ্মীপুরের রামগঞ্জ-মান্দারি-চন্দ্রগঞ্জ-সদর ইত্যাদি এলাকায় ভারী শুকনো খাবার বিতরণ করে আসছে। শুকনো খাবারের মধ্যে আছে- চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেল, আটা, চিড়া, বিস্কুট, নুডুলস, গুড়, মোমবাতি, দিয়াশলাই এবং প্রয়োজনীয় ওষুধপত্র। এছাড়াও অঙ্গীকার বাংলাদেশ ফাউন্ডেশন বন্যাদুর্গত এলাকার বন্যা-পরবর্তী বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে এবং ফ্রি মেডিসিন বিতরণ করে। বর্তমানে বন্যাদুর্গত এলাকায় পুনর্বাসনের কাজ চলছে বলে জানিয়েছেন ক্যাপ্টেন আতিক। তিনি মেরিন কমিউনিটিসহ দেশ-বিদেশের যারা এই বন্যাদুর্গত এলাকার ত্রাণসামগ্রী বিতরণে আর্থিক এবং শারীরিকভাবে অংশ নিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ইভেন্টগুলো ম্যানেজমেন্টের দায়িত্বে আরো ছিলেন আকাশ, রিফাত, মামুন, ওয়াসিম, ইমতিয়াজ, শাহরিয়ার, ফয়সাল প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত