ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জুমার বয়ান

কোরআন-সুন্নাহ পাশ কাটিয়ে পশ্চিমা সভ্যতার উপকারে আসবে না

বায়তুল মোকাররমের খতিব : মুফতি আব্দুল মালেক
কোরআন-সুন্নাহ পাশ কাটিয়ে পশ্চিমা সভ্যতার উপকারে আসবে না

এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়েত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই পবিত্র কোরআনকে আল্লাহতা'য়ালা মুত্তাকিদের জন্য হেদায়াত রূপে নাজিল করেছেন। যারা তাকওয়া অর্জন করবে তারা এই কোরআন থেকে হেদায়াত লাভ করতে পারবে। (সুরা বাকারার শুরুর দিকের কয়েক আয়াত)। মুত্তাকিদের প্রথম গুণ হলো ঈমান আনা। আজকে আমরা এই ঈমান এবং ইসলাম সম্পর্কে অনেক বেশি উদাসীন। অথচ এই ঈমান এবং ইসলাম ছাড়া পরিপূর্ণ মুত্তাকী হওয়া সম্ভব নয়।

এজন্য সকল নবীগণ তাদের দাওয়াতের মধ্যে দুটি বিষয় উল্লেখ করেছেন, এক আল্লাহর এবাদত করা এবং আল্লাহকে ভয় করা। তাওহিদের সাথে তাকওয়ার সম্পর্ক গভীরভাবে যুক্ত। যে কালেমায়ে তইয়্যেবার মাধ্যমে আমরা ঈমান আনি, সেই কালিমার অর্থ-মর্ম ও ফলাফল আমরা চিন্তা করি না। সুরা ইব্রাহিম এর মধ্যে আল্লাহ এই কালিমার উদাহরণ দিয়েছেন একটি ফলদায়ক গাছের সাথে। একটি গাছ তখনই ফলদায়ক হতে পারে যখন তার বীজ সঠিকভাবে রোপণ করা হয়, পানি দেওয়া হয়, আগাছা পরিষ্কার করা হয়। এভাবে গাছের গোড়া মজবুত হলে পরবর্তীতে ডালপালা সুন্দরভাবে বেড়ে ওঠে। ঠিক অনুরূপভাবে কালেমায়ে তাইয়্যেবা অন্তরের মধ্যে ঈমানের বীজ রোপন করে। এই বীজকে ঈমানের অন্যান্য সব শাখা পরিপূর্ণ করা এবং সুন্নাহ পালনের মাধ্যমে মজবুত করা আমাদের দায়িত্ব। কালিমায় তাইয়্যেবার প্রথম অংশ যার বিস্তারিত ঈমানে মুফাসসালের মধ্যে আমরা পড়ে থাকি। এই ঈমানে মুফাসসালের প্রতিটি অংশ পরিপূর্ণভাবে বুঝা এবং এর পরিপন্থি বিশ্বাস থেকে বেঁচে থাকা জরুরি।

কালেমায়ে তাইয়্যেবার দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা এবং তার শরিয়তকে মেনে চলা। এ প্রসঙ্গে ২৫ পারার সুরা জাসিয়ার ১৯-২১ নম্বর আয়াতে মধ্যে আল্লাহতায়ালা গুরুত্বপূর্ণ কথা বলেছেন : আল্লাহতালা তার নবীকে বলেন, আপনাকে আমি শরিয়ত দান করেছি আপনি এই শরিয়তের অনুসরণ করুন।

আর যাদের কাছে ওহির জ্ঞান নেই তাদের অনুসরণ করবেন না। এই আদেশ উম্মতের জন্য কেয়ামত পর্যন্ত অনুসরণ আবশ্যক। পশ্চিমা বিশ্বের কাছে জাগতিক বিভিন্ন জ্ঞান থাকলেও ওহির জ্ঞান নেই, তাই তারা অনুসরণ যোগ্য নয়।

তারা মানুষের মুক্তি ও কল্যাণ দিতে পারেনি, পারবেও না। তারা কখনোই আল্লাহর মোকাবেলায় আপনার উপকারে আসবে না। আর জালেমরা পরস্পর বন্ধু। কাফের এবং মুশরিক শক্তি সর্বদাই ইসলাম ও মুসলমানের শত্রু। কিন্তু মুসলমানরা আজকে তা বুঝতে পারছে না। অথচ মুসলমানদের প্রকৃত বন্ধু হচ্ছেন আল্লাহতায়ালা, কিন্তু তা অনুধাবন করতে পারবে একমাত্র মুত্তাকীগণ। এজন্য তাকওয়ার জীবন অর্জন করা আমাদের জন্য অপরিহার্য, যাতে আমরা দুনিয়া এবং আখেরাতে আল্লাহর বন্ধুত্ব, আল্লাহর অভিভাবকত্ব লাভ করতে পারি। এই শরিয়তের অনুসরণ এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপনের মধ্যেই সকল মানুষের জন্য আলোকবর্তিকা এবং বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রহমত রয়েছে। আমরা যে আলোকবর্তিকা খুঁজি তা এই কোরআনের মধ্যেই রয়েছে।

এরপর আল্লাহতায়ালা বৈষম্য ও সমতার বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। অপরাধীরা এবং মোমেনরা কখনো সমান হতে পারে না। অপরাধীর জীবন এবং মোমেনের জীবন কখনো এক নয়, তাদের এক বিচার করা যাবে না। (আয়াত : ২১)। আমাদের দেশ আজ একটি সংকটময় পরিস্থিতিতে চলছে। বিভিন্ন সেক্টরে সংস্কার, সমতা বিধান এবং বৈষম্যদূরীকরণের আলোচনা শোনা যাচ্ছে। কিন্তু দুঃখজনক হলো, সংস্কারের যে সঠিক ও পূর্ণাঙ্গ নির্দেশনা কোরআন ও সুন্নাহ দিয়ে দেওয়া হয়েছে তাকে পাশ কাটিয়ে পশ্চিমা সভ্যতা ও আদর্শের অনুসরণ করা হচ্ছে।

আমেরিকা, রাশিয়া ব্রিটেন বা অন্য কোন দেশের নীতি ও আদর্শ আমাদের উপকারে আসবে না। এগুলো সব পরীক্ষা করা হয়ে গেছে। এগুলোকে পুনরায় আমদানি করার কোনো সুযোগ নেই। তাওহিদের উর্বর এই ভূমিতে, মুসলমানের এই দেশে মুসলিম অমুসলিম সবাই ইনসাফের সাথে তাদের অধিকার নিয়ে বসবাস করবে। কিন্তু বৈষম্যদূরী করা বা সংস্কার, সমতা বিধানের নামে নতুন বৈষম্য তৈরি করা, অথবা ইসলামবিরোধী কোনো নিয়মণ্ডকানুন বা সভ্যতা সংস্কৃতি আমদানি করার সুযোগ নেই। যদি কেউ এই কাজ করতে চায়, তাদের কাছে আমরা ক্ষমা চেয়ে সতর্ক করতে চাই, আল্লাহকে ভয় করুন অন্যথায় আল্লাহর গজব নেমে আসবে।

(২২ নভেম্বর ২০২৪ বায়তুল মোকাররমে প্রদত্ত জুমার বয়ানের সংক্ষেপিত অনুলিখন, অনুলেখক : মুহাম্মাদ লুতফেরাব্বী আফনান)

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত