ঢাকা ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

হুগলি জেলার বাজুয়া মসজিদ

হুগলি জেলার বাজুয়া মসজিদ

পূর্ব দিকে বারান্দা-সংযুক্ত এক গুম্বুজের এ মসজিদটি হুগলি জেলার আরামবাগ মহকুমার অন্তর্গত গোঘাট থানার বাজুয়া গ্রামে অবস্থিত। এটি তারকেশ্বর-আরামবাগ-বিষ্ণুপুর সড়ক পথের মদিনা বাস স্টপের উত্তর পার্শ্বে অবস্থিত। এ মসজিদের বারান্দার ওপর তিনটি গুম্বুজ স্থাপিত ছিল। পরিদর্শনকালে (১৪/০১/২০১০) মসজিদটি অত্যন্ত জরাজীর্ণ ও ভগ্নাবস্থায় দেখা যায়। দক্ষিণ-পশ্চিম কোণের বুরুজটিসহ সম্পূর্ণ দক্ষিণ দেওয়াল ধ্বংসপ্রাপ্ত দেখা যায়। কিবলা (যে দিকে মুখ করে মুসলমানরা নামাজ পড়ে। অর্থাৎ বাংলা অঞ্চল থেকে পশ্চিম দিক) দেওয়ালে অর্ধবৃত্তাকার ও অবতল (semicircular and concave) তিনটি মিহরাব (যে স্থানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ পড়ান) ছিল। এগুলোর একটি ভগ্ন ও অন্য দু’টি টিকে ছিল। এগুলোর অভ্যন্তরে শিকল-ঘণ্টার মোটিফ-যুক্ত আয়তাকার প্যানেল আছে।

মিহরাবগুলোর সম্মুখভাগে বহুখাঁজ-বিশিষ্ট (engrailed) খিলান রয়েছে। এ খিলানগুলোর দুপার্শ্বে (spandrel) পোড়ামাটির আঙুর ও পুষ্প অলঙ্করণ রয়েছে। গুম্বুজের অভ্যন্তরভাগের চার কোণায় পর্যায়ক্রমে আড়াআড়ি ও কোণাকুণিভাবে স্থাপিত ইটের আনুভূমিক সারি রয়েছে। এগুলোকে এক ধরনের পেন্ডেন্টিভ (Bengal pendentive) বলে। প্রার্থনা-কক্ষের পূর্ব দিকে তিনটি প্রবেশ-পথ এবং উত্তর ও দক্ষিণে একটি করে প্রবেশ-পথ আছে। কেন্দ্রীয় মিহরাবটি বাইরের দিকে উদ্গত বা বর্ধিত। অধিকতর ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য বিভিন্ন স্থানে নতুন ইটের কাজ করা হয়েছে।

লেখক : প্রত্নতত্ত্ববিদ ও গবেষক

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত