অপহৃত কিশোরী উদ্ধার

অভিযুক্ত নারীর কারাদণ্ড

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

টাঙ্গাইলের মির্জাপুরে ৯৯৯ এ ফোন করে পাঁচদিন ধরে আটকে থাকা ১৩ বছরের কিশোরী মেয়েকে ফিরে পেলেন বাবা। গত বৃহস্পতিবার মির্জাপুর থানার পুলিশ উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল উত্তর পাড়া বিল্লাল মিয়ার বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। কিশোরীকে আটকে রাখার অপরাধে পুলিশ বিল্লাল মিয়ার স্ত্রী সাহিদা বেগমকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম। জানা যায়, আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের পার্শ্ববর্তী গ্রামে ওই কিশোরীর বড়ি। গত শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে বাড়ির বাইরে দেখা হলে নানা প্রলোভন দেখিয়ে আসামি ওই কিশোরীকে তার বাড়িতে নিয়ে যায়। যাওয়ার পথে তরল পদার্থ জাতীয় কিছু খাওয়ানো হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পর আবারও তাকে তরল পদার্থ জাতীয় কিছু খাওয়ানো হয়। সারা রাত ওই কিশোরী অচেতন অবস্থায় ঘুমায়। এভাবে অচেতন করে তাকে পাঁচদিন আটকে রাখা হয়। গত বৃহস্পতিবার সকালে অভিযুক্তর বাড়ির পাশের বাড়িতে টিউবওয়েল স্থাপন করতে আসেন কিশোরীর পরিচিত ব্যক্তিরা। তারা কিশোরীর সঙ্গে কথা বললে অভিযুক্ত সাহিদা বেগম তাকে যেতে দিচ্ছে না বলে জানায়। পরে তারা কিশোরীর বাবাকে বিষয়টি জানায় এবং তাড়াতাড়ি পুলিশ নিয়ে আসতে বলে। পরে কিশোরীর বাবা ৯৯৯ এ কল দিলে মির্জাপুর থানা বিকেলে পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাহিদা বেগমকে আটক করে। পরে সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।