কেরানীগঞ্জে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ঢাকার কেরানীগঞ্জে শীতবস্ত্র বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এছাড়া ফেনীর পরশুরামে বন্ধুর বন্ধন এবং দিনাজপুরের বিরামপুর জনতা ব্যাংকের চেয়ারম্যানের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। গতাকাল শুক্রবার প্রতিনিধিদের পাঠানো খবর-
কেরানীগঞ্জ : ঢাকার কেরানীগঞ্জে আগানগর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি রোল মডেল। বাংলাদেশের উন্নতির কথা বহিরবিশ্ব কখনো ভাবতে ও পারেনি। আমি আশা করছি আগামি বছর আমাদের আরো ভালো যাবে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দেশ আজ এগিয়ে চলছে। বিশ্ব পরিস্থিতি মোকাবিলা করে ও বাংলাদেশ উন্নতির পথে। আমরা সবাই মিলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি দেশকে উন্নতির শিখরে নিয়ে যাই। তিনি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন। আমি সবাইকে আগামি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম,ই মামুন, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাকির আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম প্রমুখ।
ফেনী : বন্ধুর বন্ধন ফেনীর উদ্যোগে পরশুরামে হতদরিদ্র লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনিকুন্ডা মাদ্রাসা মাঠে শীতার্তদের মাঝে এসব কম্বল তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। এতে শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুর বন্ধন ফেনীর প্রধান সংগঠক নাজমুল করিম ভূঞা সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বন্ধুর বন্ধন ফেনীর সংগঠক জালাল উদ্দীন বাবলু, কেন্দ্রীয় কমিটির সভাপতি সাফায়ত উল্যাহ, সাধারণ সম্পাদক শাখাওয়াত পারভেজ ভূঁইয়া ও জেলা পরিষদের সাবেক সদস্য এম শফিকুল হোসেন মহিম। বন্ধুর বন্ধন পরশুরাম উপজেলা কমিটির সভাপতি ওয়াশিমুল শাহাদাত নওশাদের সভাপতিত্বে ও পরশুরাম পৌর কমিটির আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফেনী পৌর কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সোনাগাজী উপজেলা সভাপতি আলা উদ্দিন খোন্দকার প্রমুখ।
বিরামপুর (দিনাজপুর) : জনতা ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড.এসএম মাহফুজুর রহমান ডাবলু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারো দিনাজপুরের বিরামপুরে শীতার্ত চার শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পুরাতন বাজার রোজ গার্ডেন স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ করেন বিরামপুর পৌর মেয়র আককাস আলী। এসময় জনতা ব্যাংক বিরামপুর শাখার ব্যবস্থাপক দানেজ উদ্দিন মন্ডল, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মামুনুর রশীদ, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, প্রচার সম্পাদক রিপন মানিক চৌধুরী, সদস্য একলাছুর রহমান ও জাকিরুল ইসলাম, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের কর্মসূচি সমন্বয়ক মাহমুদুল হক মানিক উপস্থিত ছিলেন।