প্রাথমিক শিক্ষাবৃত্তি পরীক্ষা

৭৭৪ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত সাত

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলায় গতকাল শুক্রবার প্রাথ?মিক শিক্ষা বৃ?ত্তি পরীক্ষা-২০২২ শান্তিপূর্ণভাবে শুরু হয়ে যথারীতি শেষ হয়েছে। এবার উপজেলার ৭৭৪ জন বৃ?ত্তি শিক্ষার্থীর মধ্যে ৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করেনি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর শতকরা ২০ ভাগ হারে মেধাবী ৭৭৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ও ফরম ফিলাপ করেছিল। মোট ৭৭৪ পরীক্ষার্থী মধ্যে ছাত্র ৩১৫ জন ও ছাত্রী ৪৫৯ জন। তবে অজ্ঞাত কারণে ৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। অনুপস্থিত ৭ জনের মধ্যে ছাত্র ৫ জন ও ছাত্রী ২ জন। এ হিসাবমতে, নকলা উপজেলা থেকে এবছর ৩১০ ছাত্র ও ৪৫৭ জন ছাত্রীসহ মোট ৭৬৭ জন বৃত্তি পরীক্ষা দিয়েছে। এতে উপস্থিতির হার ছিল শতকরা ৯৯ ভাগ। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছা জানান, উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কেজি ও ব্র্যাক স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকল পরীক্ষার্থীর একই ব্যবস্থাপনায় পরীক্ষা গ্রহণের সুবিধার্থে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছে।

কেন্দ্র সচিব ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক জানান, শান্তিপূর্ণভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ শেষ হয়েছে।