ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

উন্নয়ন দেখে বিএনপি দিশাহারা

বললেন প্রাণিসম্পদ মন্ত্রী
উন্নয়ন দেখে বিএনপি দিশাহারা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দেশ আজ সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সরকারের পক্ষে উন্নয়নের অগ্রযাত্রা সম্বব হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারে কোনো বিকল্প নেই। উন্নয়ন দেখে বিএনপি এখন দিশেহারা হয়ে গেছে, আর এ জন্য বিভিন্ন অযুহাত দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। জেলা ও উপজেলায় এখন উন্নয়ন দৃশ্যমান যেটা পঞ্চাশ বছরে হয়নি এখন দেখা যায়। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করুন তিনি ভালো থাকলে দেশ ভালো থাকবে আমরাও ভালো থাকবো। নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন গাওখালী স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে গতকাল শুক্রবার অনুষ্ঠিত সরকারের উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে দেশের উন্নয়ন করে চলছেন। এধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। মন্ত্রী এর আগে মালিখালী ইউপি হতে গাওখালী বাজার সড়কের ৫টি আয়রন ব্রিজ, পাকুরিয়া সাইক্লোন শেল্টারের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, দেউলবাড়ী দোবড়া ইউপি হতে মনোহরপুর হাট ভায়া আমভিটা সড়কের ১ হাজার মিটার হতে ২ হাজার মিটার পর্যন্ত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, কর্ণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন, দেউলবাড়ী দোবড়া ইউপি হতে বাদোয়াখালী সড়কের কাজের ভিত্তিপ্রস্তর ও সড়কের আরসিসি গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর, দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেণ। উন্নয়ন সমাবেশে দেউলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাস্টার মো. ওয়ালী উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাশ, দেউলবাড়ী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এফ এম রফিকুল আলম বাবুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিব, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেরদাউস রুনা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস ও আশীষ হালদার প্রমুখসহ উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত