‘সংঘাতের দুনিয়া নয় শান্তিময় পৃথিবী নির্মাণে যাত্রা দিতে হবে’
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজার প্রতিনিধি
দেশ-বিদেশের কবিরা বলেছেন, সংঘাত-হানাহানির দুনিয়া নয়, একটি শান্তিময় পৃথিবী বিনিমার্ণের পথে যাত্রা দিতে হবে। আর সেই যাত্রা দেয়া শুরু করেছে কবিরা। কক্সবাজারে শুরু হওয়া তিন দিনব্যাপী দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২ প্রথম দিন কেন্দ্রীয় শহীদ মিনারে দেয়া হয় এমন ঘোষণা। মানবিক সৌন্দর্যের জন্য কবিতা প্রতিপাদ্যে ‘শান্তির পৃথিবীর চাই, শুদ্ধাচারি স্বদেশ চাই’ স্লোগানে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশের মধ্য দিয়ে। কমিটির আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মো. নজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনে দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা ও আন্তর্জাতিক লেখক দিবসের ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ মো. সানাউল হক। কবিতার শপথবাক্য পাঠ করান জাতিসত্তার কবি বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। রাইটার্স ক্লাবের সভাপতি শেখ রবিউল হকের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে তিন দিনের মেলার উদ্বোধন ঘোষণা করেন এমপি আশেক উল্লাহ রফিক। এরপর বঙ্গোপসাগরের দিয়ে ‘কবিতার সাম্পান যাত্রা’ শুরু করেন কবিরা। বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুপা আলম জানান, মহেশখালী আদিনাথ পাহাড়, বধ্যভূমি, সৌন্দর্য উপভোগ, আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হবে মহেশখালীতে। এবারের মেলায় ৪০ জন বিদেশি কবিসহ ২০০ কবি অংশ নিচ্ছেন। আগামীকাল ১ জানুয়ারি শেষ হবে মেলা।