মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ১১ প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার বালিগাঁও বাজারে রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এসময় নদী পথে আসা দুটি ট্রলারে শতাধিক ডাকাত বাজারের সিসিক্যামেরা ও দোকানের তালা ভেঙে কর্মচারীদের অস্ত্রের মুখে হাত-পা বেঁধে স্বর্ণের দোকান, ওষুধের দোকান ও মুদি সদাই দোকান থেকে মালামাল ও টাকাণ্ডপয়সা ডাকাতি করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় অন্তত ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উৎসব গহনালয় প্রতিষ্ঠানের মালিক চন্দন জানান, দোকানের তালা ভেঙ্গে ডাকাত চক্র দোকানে থাকা ১৪ ভরি স্বর্ণালঙ্কার, ২৫০ ভরি রুপা ও নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে গেছে। ডাকাতির শিকার প্রতিষ্ঠানগুলো হলো, বৃষ্টি স্বর্ণালয়, উৎসব গহণালয়, শিথি গহণালয়, বিশ্বাস গহণালয়, শ্রী দুর্গা গহণালয়, মা সৌভাগ্য স্বর্ণ শিল্পালয়, বাবা লোকনাথ স্বর্ণ শিল্পালয়, মিতু স্বর্ণ শিল্পালয়, প্রিয়াঙ্কা গহণালয়, বিসমিল্লাহ ফার্মেসি ও মেসার্স কালাম স্টোর।বালিগাঁও বাজার কমিটির সভাপতি ও বালিগাঁও ইউপি চেয়ারম্যান হাজী দুলাল বলেন, ট্রলারযোগে শতাধিক সদস্যের একটি ডাকাত দল এসে বাজারের ৯টি স্বর্ণের দোকান ১টি ঔষধের দোকান ও ১টি মুদি দোকানের তালা কেটে অস্ত্রের মুখে জিম্মি করে কর্মচারীদের হাত বেঁধে রেখে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মালামাল নিয়ে পালিয়ে যায়। টঙ্গীবাড়ী থানার ওসি মো. রাজিব খান জানান, ডাকাতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।