শেখ হাসিনার হাত ধরেই আমাদের যত অর্জন
বললেন শিক্ষামন্ত্রী
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
চাঁদপুুর প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো কাউকে ভুলে যান না। অতিমারির সময় তিনি সব শ্রেণি পেশার মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন। সাংবাদিকরাও এর থেকে বাদ পড়েননি। তিনি যেমন কাউকে ভুলে যান না, সেটা যেন আমরা মনে রাখি। শেখ হাসিনার হাত ধরেই আজ দেশ এগিয়ে চলছে, তাঁর হাতেই দেশ নিরাপদ। তাঁর হাতেই পদ্মা সেতু হয়েছে, তার হাতেই মেট্টোরেল উদ্বোধন হয়েছে, কর্ণফুলীনে হচ্ছে এবং আজ পর্যন্ত আমাদের যত অর্জন তার সবকিছুই কিন্তু তার হাতে। গত শুক্রবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় হলরুমে জেলার ৮ উপজেলার সাংবাদিকদের নিয়ে আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীপু মনি বলেন, চাঁদপুরেই গত ১৪ বছরে যে উন্নয়ন হয়েছে, তার আগে বহু দশকেও সেরকম উন্নয়ন হয়নি। এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। তার কাছে জনগণের যে কোন প্রয়োজনের কথা তুলে ধরা মাত্র তার সাধ্যমত যতটুকু সামর্থ থাকে তা দিয়ে জনগণের প্রয়োজনীয়তাপূরণ করার জন্য সিদ্ধান্ত দেন। সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন। সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লু রহমান। বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক ও বর্তমান কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা এবং সমাবেশে অংশগ্রহণকারী উপজেলা পর্যায়ের সাংবািদক নেতারা।