ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পূর্ব শত্রুতায় নাটকীয় ঘটনা

পূর্ব শত্রুতায় নাটকীয় ঘটনা

শেরপুরের নালিতাবাড়ীতে দুটি পক্ষের মধ্যে সেচ ও জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বেকিকুড়া গ্রামের মরহুম সিরাজ আলীর পুত্র আমীর হোসেন ও একই গ্রামের বিএডিসির অনুমোদিত নলকূপের মালিক ইব্রাহিমের মধ্যে সেচ সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এলাকাবাসী জানান, পূর্বের ঘটনার জের ধরে চলতি বছরের গত ১ জানুয়ারি আমীর হোসেন, সালামসহ অন্যরা ইব্রাহিমের ছেলে মজিবর রহমানকে আঘাত করে। এতে তার মাথায় জখম হয়। অতঃপর এ বিষয়ে বিজ্ঞ সিআর আমলী আদালত, নালিতাবাড়ী শেরপুরে গত ১২/০১/২০২২ তারিখে আমীর হোসেন, সালামসহ অন্যদের বিরুদ্ধে ইব্রাহিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এতে ইব্রাহীম ও আমীর হোসেন দুটি পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। গত ২৩ ডিসেম্বর বিকাল অনুমান সারে ৩টায় আমীর হোসেন পূর্বের সরকারী হালটসহ তার জমিতে মাটি কাটা শুরু করে। এতে এলাকার স্বার্থে ইব্রাহিম ও তার ভাই, ছেলে ও এলাকাবাসী সরকারি হালট কাটতে নিষেধ দেয়। এতে উভয়পক্ষের মধ্যে বাকবিত-া হয়। পরে গ্রামবাসী উভয় পক্ষকে ফিরিয়ে দেয়। যে যার মতো বাড়িতে চলে যায়। মজিবর রহমানসহ ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা বলেন, ঘটনাস্থলে কোনো মারামারি না হলেও আমীর হোসেন শেরপুর সদর হাসপাতালে রাত ৮টায় মাথায় আঘাত নিয়ে ভর্তি হয়। যা নাটকীয় ও রহস্যজনক। এ বিষয়ে আমীর হোসেনের মা ও তার পরিবার মাথা ফাটার ঘটনার কোনো সদোত্তর দিতে পারেননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত