ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীমঙ্গলে শীতবস্ত্র মার্কেটে আগুন

৪০ দোকান পুড়ে ছাই, ক্ষতি দেড় কোটি টাকার অধিক

৪০ দোকান পুড়ে ছাই, ক্ষতি দেড় কোটি টাকার অধিক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর শহরের পোস্ট অফিস রোডে ‘নিক্সন মার্কেট’ খ্যাত প্রায় ৪০টি কাপড়ের দোকান আগুনের আগুনে পুড়ে গেছে। এ সময় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি পেট্রোল পাম্প ও পাশের একটি পাইভেট ক্লিনিক। এতে দেড় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল শনিবার ভোর রাতে। এসময় আগুনে একটি নতুন মিনি ট্রাকও পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ী ও এলাকার নৈশপ্রহরী সূত্রে জানা যায়, শনিবার ভোর চারটার দিকে মার্কেটের পোস্ট অফিস রোডের পেট্রোল পাম্প অংশে থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পরে। এ সময় মার্কেটের পাশের পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা একটি নতুন মিনি ট্রাকে আগুন ধরে যায়। আগুনের উত্তাপে আশেপাশের বহুতল ভবনের জানালার কাঁচ ভেঙে পরে। গুরুত্বপূর্ণ পুড়ে গলে নষ্ট হয়ে যায়। পাশে একটি ক্লিনিকে আবার অবস্থানরত রোগী ও রোগের স্বজনরা আতঙ্কে দেখবিদিক ছুটতে থাকে। স্থানীয়রা ক্লিনিকে অবস্থানরত রোগী ও স্বজনদের নামিয়ে পাশে আরেকটি পেট্রোল পাম্প সব ধরনের নিরাপদ জায়গায় নিয়ে যান। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুনের লেলিহান শিখা থেকে পেট্রোল পাম্পকে প্রথমে রক্ষা করে। পরে জেলা সদর মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে যোগ দেয়। তিনটি ইউনিট আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের দেড় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। প্রতিটি দোকানে কম করে হলেও ৫ লাখ টাকার কাপড় ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত