ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুসুমপুরা স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

কুসুমপুরা স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

জাতীয় সংসদের হুইপ পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে সরকার শিক্ষাখাতে ব?্যাপক কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিন বিনামূল্যে বই বিতরণ করে শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত স্থাপন করে প্রসংশিত হয়েছে। এই সরকার জনবান্ধব সরকার। শিক্ষা, চিকিৎসা, নারীদের উন্নয়ন ও উন্নয়নের ক্ষেত্রে এবং আশ্রয়হীনদের মাঝে ঘর উপহার দিয়েছে। একজন নারী শিক্ষিত হলে পরিবার, সমাজ ও জাতি উপকূত হয়। ছেলেদের পাশাপাশি নারীরা শিক্ষা দিক অনেক এগিয়ে রয়েছে। তিনি গতকাল শনিবার দুপুরে পটিয়া কুসুমপুরা স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কুসুমপুরা হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পূর্নমিলনী ও মিলন মেলা আহ্বায়ক মো. দিদারুল আলম সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আবু সুফিয়ান টিপু ও এম হোসাইন রানার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও আতিকুল মামুন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমা কান্তি মজুমদার, এস আলম গ্রুপে চেয়ারম্যানের পিএস টু আকিজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, জাকারিয়া ডালিম, টিকে গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বাচ্চুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক এবং জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত