ঢাকা ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

খানবাহাদুর আহ্ছান উল্লা (র.) এর ১৪৯তম জন্মবার্ষিকী

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনে সেমিনার অনুষ্ঠিত

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনে সেমিনার অনুষ্ঠিত

সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহসুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্্ছান উল্লা (র.)-এর ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক সেমিনার গতকাল শনিবার পাক রওজা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। নলতা কেন্দ্রীয় আহ্্ছানিয়া মিশনের উদ্যোগে সকাল ১০টা থেকে ১.৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত সেমিনারের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আশিকুর রহমান, গজল-মুর্শিদি ও নাতে রসুল পাঠ করেন মো. আনিছুর রহমান (নলতা শরীফ) ও মেহেদী হাসান (অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়)। খান বাহাদুর আহ্্ছান উল্লা ইনস্টিটিউটের পরিচালক মো. মনিরুল ইসলামের সঞ্চলনায় স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. এনামুল হক, সেবা-তথ্য প্রদান করেন সহ-সভাপতি আলহাজ্জ মো. সাইদুর রহমান, সেমিনারে ‘জন্ম সার্ধশত বর্ষের শ্রদ্ধার্ঘ্য’ শির্ষক প্রবন্ধ পাঠ করেন কালিগঞ্জ কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, আলোচনা পেশ করেন খান বাহাদুর আহ্্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক, মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান, (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), তিনি সেমিনারকে পবিত্র, নুরানী, আধ্যাত্মিক সম্মেলন আখ্যা দিয়ে বলেন, খান বাহাদুর আহ্্ছানউল্লা’র (র.) লিখিত প্রতিটি বইয়ের উপর পিএইচডি গবেষণা হতে পারে। খান বাহাদুর আহ্্ছানউল্লা (র.) তেমনি একজন আধ্যাত্মিক সাধক ছিলেন। বিশেষ অতিথির বক্তব্য দেন রহিমা সুলতানা বুশরা, আলহাজ্জ মো. সেলিম উল্লাহ, সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। তিনি বলেন, পৃথিবীতে বহু মানুষ আছেন কিন্তু মানব কয়জন?, যিনি সব দিক থেকে মানব ছিলেন হজরত খান বাহাদুর আহ্্ছান উল্লা (র.) কে ১৪৯ বছর পরেও আমরা স্মরণ করছি। তিনি দলাদলি পছন্দ করতেন না, বাংলাদেশে এই মুহূর্তে সুষ্ঠু রাজনীতি নেই, আছে ক্ষমতানীতি, বাংলাদেশের রাজনীতি বিকৃত হয়ে গেছে। সেমিনারে সভাপতির বক্তব্য দেন আলহাজ অধ্যাপক ডা. আফম রুহুল হক এমপি। তিনি পীর কেবলা (র.) সম্পর্কে বলেন, নারী শিক্ষার প্রসার ও উন্নয়নে খানবাহাদুর আহ্্ছানউল্লা (র.) অবদান উল্লেখযোগ্য। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্জ মাওলানা আবু সাঈদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত