ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর উপহারের কম্বল পেলেন সাড়ে পাঁচ হাজার শীতার্ত

প্রধানমন্ত্রীর উপহারের কম্বল পেলেন সাড়ে পাঁচ হাজার শীতার্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বগুড়ার শেরপুর উপজেলার ৫ হাজার ৩৯০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করা হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দিয়ে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান মজনু। সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, অত্র সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মুনছুর রহমান ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় বিভিন্ন গ্রামের চার শতাধিক হতদরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা গরিব-দুঃখী মানুষের কথা সব সময় ভাবেন। তাই এই প্রতি বছরের মতো এবারও কম্বল পাঠিয়েছেন। তার মতো কেউ দেশের জনগণের দুঃখ-দুর্দশা বোঝেন না। দেশের মানুষের একমাত্র ভরসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আগামী নির্বাচনেও আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে জয়ী করতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী জানান, পৌরসভাসহ এই উপজেলার দশটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫ হাজার ৩৯০টি কম্বল বরাদ্দ দেয়া হয়েছে। সে অনুযায়ী প্রতিনিধি ইউনিয়নে ৪৯০ করে কম্বল দেয়া হয়। এরই ধারাবাহিকতায় সুঘাট ইউনিয়নে দরিদ্র শীতার্ত মানুষের বিতরণের মধ্যদিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো বলে মন্তব্য করেন তিনি।

আলোকিত বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত