উৎসবমুখর পরিবেশে বই বিতরণ
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
‘জাতীয়ভাবে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ’ এর অংশ হিসেবে সারা দেশে গতকাল রোববার বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
পিরোজপুর : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার ব্যবস্থা করেছেন। এই সুযোগ একজনের পক্ষেই দেয়া সম্ভব হয়েছে, যিনি চান এই জাতি শিক্ষিত হোক, তিনি আর কেউ নন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রীর উপহার ‘জাতীয়ভাবে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ’ এর অংশ হিসেবে পিরোজপুরে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মাধবী রায়, জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আজিজী প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া : শহরের গভ. মডেল গার্লস হাই স্কুলে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জিয়াউল হক মীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন প্রমুখ।
চাঁদপুর : জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন এবং শিশু শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা শাফি বন্যার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদ আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন প্রমুখ।
কালিয়াকৈর (গাজীপুর) : ২০২৩ সাল হতে পারে বিশ^ অর্থনৈতিক মন্দা ও দুর্ভিক্ষের বছর। প্রধানমন্ত্রীর এমন শঙ্কা প্রকাশের মন্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, আমরা আশাবাদী এ দেশ অবশ্যই ভালো যাবে। পৃথিবীতে যুদ্ধের কারণে এর যে একটা অর্থনৈতিক প্রভাব, সেটা সারা পৃথিবীতেই পড়বে। বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে। সে জন্য আগাম প্রস্তুতি ও মানুষ প্রস্তুত থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উপদেশ দিয়েছেন। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাসসহ আরো অনেকে।
নোয়াখালী : জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান, ২ হাজার ২৩টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বইয়ের চাহিদা ছিল ১৭ লাখ ১২ হাজার ৫৫৭ পিস, যার বিপরীতে ৩১ ডিসেম্বর পর্যন্ত আমরা ৩ লাখ নতুন বই হাতে পেয়েছি, যার মধ্যে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই রয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির সব বই এখনো হাতে এসে পৌঁছায়নি।
নওগাঁ : জিলা স্কুলে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই দেন নওগাঁ’র অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়। এসময় জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান ও মুক্তিযোদ্ধা জামেদ আলীসহ অন্যরা। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
মাগুরা : পারনান্দুয়ালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বই বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন এমপি সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, জেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএসএম সিরাজউদ্দোহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।
গাইবান্ধা : শহরের কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুুব আরা বেগম গিনি এমপি। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জেলা প্রশাসক মো. অলিউর রহমান, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোছা. রোকছানা বেগম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশীদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল ইসলাম, অধ্যক্ষ মাজহার-উল-মান্নান, সদর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল ইসলাম, গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু প্রমুখ।
ঝালকাঠি : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে বই উৎসবে বক্তব্য দেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন ও ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম।
নাটোর : নাটোর সরকারি বালক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি মো. শফিকুল ইসলাম শিমুল। অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. আখতার হোসেন প্রমুখ।
সাতক্ষীরা : প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, এবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং দৃষ্টি প্রতিবন্ধী শিশু কিশোরদের মধ্যে বই বিতরন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার। সরকারি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির।
শরীয়তপুর : শহরের পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয় ও তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন পাঠ্যপুস্তক তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শামসুন নাহার ও সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। বই বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদ, শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম প্রমুখ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের বই উৎসবে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান। সীতাকুণ্ড উপজেলা অডিটোরিয়ামে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এডিসি শিক্ষা (চট্টগ্রাম) আবু রায়হান দোলন, উপজেলা চেয়ারম্যান এসএম আলমামুুন, ইউএনও মোহাম্মদ শাহাদাত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুচ্ছোফা সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী।
শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদী এমএনবিপি সরকারি বলিকা উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইন্সটিটিউট ও শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্ব-স্ব বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। শুভেচ্ছা বিনিময় ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। আরো বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম এলাহী আখন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোতালেব হোসেন, শ্রীবরদী এম.এন.বি.পি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকছেদুর রহমান, শ্রীবরদী এপিপিআই’র প্রধান শিক্ষক আব্দুর রউফ, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।
শ্রীপুর (গাজীপুর) : মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পৃথকভাবে এ উৎসবের আয়োজন করা হয়। বিদ্যালয়টির সভাপতি হারুন অর রশীদ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সামসুল আলম প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরুল আমিন, প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ, উপজেলা আ.লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সহ-সভাপতি হাজী আসমত আলী আরিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা প্রমুখ।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) : শ্রীনগর উপজেলা আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলেন বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী রুহুল আমিন মিয়া। বই বিতরনে অংশ নেন বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আক্তার, আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই শিকদার, সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম মুন্নি, অভিভাবক সদস্য জামাল, নুর আলম, তপন হাওলাদার, মো. মিরাজ, স্থানীয় গণ্যমান্য লাল মিয়া মাদবর, হিরো হাওলাদার প্রমুখ।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : এ উপলক্ষ্যে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌরমেয়র জিএম মীর হোসেন মীরু।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামালউদ্দিন, দাতা সদস্য কাজী আবু তাহের মাছুম, অভিভাবক সদস্য কাজী বাবুল, ইমাম হোসেন পাটোয়ারী এনাম, ফারুক আবদুল্লাহ। অপরদিকে পৌরসভার ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা যুবলীগের সদস্য মাহবুবুল হক মোল্লা বাবলু।
মহেশপুর (ঝিনাইদহ) : মহেশপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি শফিকুল আজম খান চঞ্চল।