সিরাজগঞ্জে হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা জেঁকে বসেছে। গতকাল রোববার ভোর রাত থেকে শীত ও ঘনকুয়াশার তীব্রতা বাড়ছে। সকাল থেকে দিনভর সূর্যের মুখ দেখা যায়নি। এতে স্থবির হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে শীত ও ঘনকুয়াশা পড়েছে। এতে হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে যানবাহন চলাচল করছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তবে পুলিশের বিশেষ দিকনির্দেশনায় যানবাহন পারাপার হচ্ছে বঙ্গবন্ধু সেতু। মাঠে নামতে পারছে না কৃষক এবং এমনকি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। শীতের তীব্রতায় জেলার চর ও দুর্গম অঞ্চলের হাজার হাজার অসহায় মানুষ এখন মানবেতর জীবনযাপন করছে। জেলা উপজেলা শহরাঞ্চলের ফুটপাতে পুরোনো গরম কাপড় কেনার হিড়িক পড়েছে। তবে সরকারি-বেসকারিভাবে জেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। বিশেষ করে সরকারি কম্বল বিতরণে অপ্রতুল থাকায় সমালোচনা উঠছে। এছাড়া শীতের কারণে জেলা-উপজেলা হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। এ বিষয়ে জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, শীত নিবারণে জেলার বিভিন্ন স্থানে গরিব ও অসহায় মানুষের মধ্যে এরই মধ্যে ৫০ হাজার কম্বল বিতারণ করা হয়েছে। আরো কম্বলের জন্য জরুরি চাহিদা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।