ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিজিএমইএ’র পরিচালকের উদ্যোগে ১০ জোড়া বিয়ে সম্পন্ন

বিজিএমইএ’র পরিচালকের উদ্যোগে ১০ জোড়া বিয়ে সম্পন্ন

নোয়াখালীর সেনবাগে ১০ জোড়া অসহায়, দুস্থ ও এতিম নারী-পুরুষকে নিজ খরচে বিয়ে দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি (টিম) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক সেনবাগের কৃতিসন্তান আবদুল্লাহ হীল রাকিব।

গত শনিবার দিনব্যাপী প্রায় ১০ হাজার মেজবনী খাওয়া মধ্যদিয়ে সেনবাগ উপজেলার ৫নং অজুনতলা ইউনিয়নের দৌলতপুর ভূঁইয়া বাড়িতে গণবিয়ে উপলক্ষ্যে এক মেজবানের আয়োজন করা হয়েছে। এতে ১০ হাজার ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন টিম গ্রফের ডিএমডি আবদুল্লাহ হিল নকিব, আক্তারুজ্জামান আনসারী, সোহেল ভূঁইয়াসহ অনেকেই। টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক আবদুল্লাহ হীল রাকিব জানান, তার মা বাবা আত্মীয় স্বজনের এ মাটির সন্তান তাদের আত্মার মাগফিরাত কামনায় তিনি এই উদ্যোগে নিয়েছেন। দেশ ও সমাজের পিছিয়ে পড়া লোকজনের অধিকার তাই তিনি এ কাজে আগ্রহ নিয়ে করার চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় তিনি নিজ খরচে সেনবাগ উপজেলার একটি পৌরসভা ও ৯ ইউনিয়নে থেকে ১০টি দম্পতিকে কন্যা দায়গ্রস্ত পিতাকে দায়মুক্তি ও পুত্রকে বিবাহ যোগ্য থাকায় দায়িত্ব পালন করেন। তিনি বর ও কনেকে আধা তোলা স্বর্ণালংকার বস্ত্র এবং বরকে নগদ ৫০ হাজার টাকা উপহার দেন। এর আগে ও বিগত করোনাকালীন সময় এই শিল্পপতি সেনবাগের অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী, গরু ও শীতবস্ত্র বিতরণ করেন। তিনি নিয়মিত এ কাজ চালিয়ে যাবে বেল জানান। অনুষ্ঠানে শুরুতে কোরআনখানি তেলাওয়াত ও মুনাজাত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত