ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ পুলিশসহ আহত অর্ধশতাধিক

তিন গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ পুলিশসহ আহত অর্ধশতাধিক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মাদ্রাসার ওয়াজ মাহফিলের মেলায় বাগবিত-ার জেরে ৩ গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় জনতার ইটপাটকেল ও লাঠিসোটার আঘাতে আড়াইহাজার থানার ওসি, পরিদর্শক (তদন্ত), ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যসহ শাজাহান কবির নামে স্থানীয় এক সাংবাদিক আহত হয়েছেন। এছাড়াও অন্তত অর্ধশতাধিক গ্রামবাসী আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন সেবাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার ছোট বিনাইর চর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে রহিম নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, ছোট বিনাইর চর এলাকায় অবস্থিত ‘দারুল উলুম মাদ্রাসা’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গত শনিবার থেকে দুই দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। একই সঙ্গে পাশেই মেলাও বসানো হয়। মেলায় ছোট বিনাইর চর এলাকার শাকিব নামের এক বাকপ্রতিবন্ধীকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করা হয়। এ সময় বড়বিনাইর চর ও উজাগোপিন্দী এলাকার লোকজন মিলিত হয়ে ছোট বিনাইর চর এলাকায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এতে অনেকেই আহত হন। গতকাল সোমবার মিথুন নামের এক ব্যক্তি ছোট বিনাইর চর এলাকার এক ব্যক্তি জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) গ্রহণ করতে উজান গোপিন্দী উচ্চ বিদ্যালয়ে গেলে তাকে একা পেয়ে মারধর করা হয়। এ সময় আড়াইহাজার-ভুলতা সড়কের ছোট বিনাইর চর এলাকায় রাস্তা অবরোধ করা হয়। খবর পেয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদারের নেতৃত্বে পুলিশের সদস্যরা প্রথমে স্বাভাবিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা মারমুখী হয়ে পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছোড়তে থাকে। এতে ওসি আজিজুল হক হাওলাদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল, স্থানীয় সাংবাদিক শাজাহানসহ ঘটনাস্থলে দায়িত্বরত অন্যান্য পুলিশ সদস্যরা আহত হন। এছাড়াও এ সময় আহত হয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক ব্যক্তি। রহিম নামে এক ইউপি স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য। আড়াইহাজার থানার ওসি বলেন, মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত