ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাতীয় সমাজসেবা দিবস পালিত

জাতীয় সমাজসেবা দিবস পালিত

‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে গতকাল সোমবার জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- 

চাঁদপুর : দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা, ফ্রি চক্ষু শিবির, ডায়াবেটিস পরীক্ষা, ফিজিওথেরাপি ও ১০ জনকে ২০ হাজর টাকা করে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান। সভায় সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমেদ খানের সভাপতিত্বে ও পৌর সমাজকর্মী মো. কামরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. বদরুন্নাহার চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা সুমন নন্দী, হিডো’র নির্বাহী পরিচালক  মো. সালাউদ্দিন আহমেদ ও সমাজসেবা কর্মকর্তা (নিবন্ধন) মো. মনিরুল ইসলাম প্রমুখ।

ফেনী : অনুষ্ঠানে শহর সমাজসেবা কার্যালয়ের ৯টি কর্মদলের ৪৫ জনের মধ্যে ১৩ লাখ ১০ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সহযোগিতায় আলোচনা সভা, উপকরণ বিতরণের আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদণ্ডউল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান। ফেনী সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠনের নির্বাহী, বিভিন্ন সরকারি দপ্তরের বিভাগীয় প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ : জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে সরকারি শিশু পরিবার চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এবং বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান, বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, এনডিপি’র নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান, সহকারী পরিচালক মনিরুল ইসলাম, সুখ’র নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, মুহাম্মদ মতিয়ার রহমান ও তৌহিদুল ইসলাম প্রমুখ।

গাইবান্ধা : জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, অধ্যাপক মাজহার-উল-মান্নান, সমাজসেবা বিভাগের সহকারি পরিচালক কামরুল হাসান সরকার, জেলা সমাজসেবা বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান মল্লিক, সদর উপজেলা সমাজসেবা বিভাগের নাসির উদ্দিন, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি আশরাফ আলী প্রমুখ। এদিকে সাদুল্লাপুরে জাতীয় সমাজসেবা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, থানার ওসি প্রদীপ কুমার রায়, প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাশার হান্নান পিন্টু, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক আজাদ আলী সরকার প্রমুখ।

শরীয়তপুর : এ উপলক্ষ্যে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও জেলা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসন কার্যালয়ের সামনের আম্রকাননে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য প্রমুখ।

বিরামপুর (দিনাজপুর) : এ উপলক্ষ্যে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে দোকান ঘর ও প্রতিবন্ধী বৃদ্ধ এবং শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছেন এমপি শিবলী সাদিক। উপজেলা অডিটরিয়ামে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিউর রহমানের তত্ত্বাবধানে নির্বাহী কর্মকর্তা পরিমল কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি শিবলী সাদিক এমপি অসহায়দের মধ্যে এসব বিতরণ করেন। উপস্থিত ছিলেন পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মণ্ডল, ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, প্রচার সম্পাদক রিপন মানিক চৌধুরী, সদস্য মাহমুদুল হক মানিক প্রমুখ। 

সাঘাটা (গাইবান্ধা) : সাঘাটা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, সহকারী সমাজসেবা কর্মকর্তা আব্দুস সাত্তার প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত