ফেনী শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয়

৫০ বছর পূর্তিতে মিলনমেলা

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান গতকাল সোমবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২ হাজার ৫০০ সাবেক শিক্ষার্থী এ উৎসবে অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন এমপি নিজাম উদ্দিন হাজারী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আওরঙ্গজেব খান। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা হাজী এয়ার আহম্মের সভাপতিত্বে বক্তব্য দেন লেমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ উদ্দিন নাছিম।

বিদ্যালয়ের সাবেক ছাত্র কামরুজ্জমান মিলন ও আবু বক্কর ছিদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন। আরও বক্তব্য দেন, অনুষ্ঠান আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মাস্টার আইয়ুব আম্মদ আনসারী, অর্থ উপ-কমিটির সাধারণ সম্পাদক আবুল বশর, সদস্য পুনেন্দ বিকাশ গুহ, আনোয়ার হোসেন ও মো. সোহেল প্রমুখ।

বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মাহবুব-উল-আলম, হাজী এয়ার আহমদ, নুর আহম্মদ ভূঞা, নুর আহমদ, আবদুল গফুর, মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা, তাহের আহম্মদ ও আব্দুর রউফসহ সাবেক শিক্ষক ও সাবেক বর্তমান কৃতি ছাত্রদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রকাশিত ‘অপরাজেয়’ সুভিনিয়র-এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।