কক্সবাজারে ভাইয়ের বিরুদ্ধে বোনের মামলা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
এএইচ সেলিম উল্লাহ, কক্সবাজার
সম্পত্তির লোভে বোনকে হত্যার হুমকি, চাঁদা দাবিসহ জমি দখলের চেষ্টার অভিযোগে সন্ত্রাসী ভাই আবুল মনছুর লুদুর বিরুদ্ধে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। ভুক্তভোগী বোন দিল নেওয়াজ বেগম গত সোমবার মামলাটি করেন। মামলায় একমাত্র আসামি আবুল মনছুর লুদু। আদালতে করা মামলা সূত্রে জানা গেছে, দিল নেওয়াজ বেগমের বাবা ২০২১ সালের ২৭ অক্টোবর সাইফুল কমিউনিটি সেন্টারের পাশে ৮ শতাংশ জমি রেজিস্ট্রি দলিল করে দেন এবং তা খারিজ করেন। দিল নেওয়াজ বেগমের নামে জমিটি খতিয়ানভুক্ত করাসহ খাজনা পরিশোধ করেন।
দিল নেওয়াজ দাবি করেন, আমার বাবা এখনও জীবিত আছেন। তার জীবদ্দশায় সুস্থ থাকা অবস্থায় তিনি আমাকে তার জমি রেজিস্ট্রি করে দিয়েছেন। তিনি বলেন, আমার টাকার প্রয়োজন হওয়ায় ওই বিক্রি করতে গেলে গত বছরের ২০ মার্চ বড় ভাই আবুল মনসুর লুদু বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এমনকি ওই জমি নিতে আগ্রহী ক্রেতাদের বিভিন্ন সময়ে হুমকি দেন। জমিটি কেউ ক্রয় করলে তাদের খুন করবে এবং জমি বিক্রি করতে হলে লুদুকে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানান। পুলিশ কর্মকর্তার স্ত্রী দিল নেওয়াজ বেগম আর্জিতে আরও বলেন, বিষয়টি আমার পরিবারের মামা, চাচা, চাচাতো ভাইদেরসহ সব নিকটাত্মীয়দের জানিয়েছি। কিন্তু লুদু কারও কথা না মেনে তার সন্ত্রাসী বাহিনীর কার্যক্রম অব্যাহত রাখেন এবং আমার স্বামী মোহাম্মদ আবুল মনসুরকে ফোন করে অকথ্য ভাষায় গালমন্দ করেন। অথচ আমার বাবা আমাকে জমি রেজিস্ট্রি করে দেয়ার বিষয়ে আমার অন্য ভাইবোনরা কোনো আপত্তি করেননি। তিনি বলেন, লুদুর অত্যাচার, হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে আমার জীবন হুমকির মুখে পড়েছে। এখন আমি চরম নিরাপত্তাহীন হয়ে পড়েছি। যে কোনো সময় হত্যাসহ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংগঠিত করতে পারে আবুল মনছুর লুদুইয়া। তার আইনজীবী আবদুল মান্নান বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য কক্সবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন। এই ব্যাপারে অভিযুক্ত আবুল মনছুর লুদুর মোবাইল ফোনে যোগাযোগ করেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।