ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বন্ধ হচ্ছে নাটোর চিনিকল

বন্ধ হচ্ছে নাটোর চিনিকল

নাটোর চিনিকলে ২০২২-২৩ মাড়াই মৌসুমে চাষিরা আখ সরবরাহ না করায় বন্ধ হতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ফলে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না নাটোর চিনিকল। অথচ মাঠে শত শত একর জমিতে আখ দণ্ডায়মান রয়েছে। এর আগে গত ২ ডিসেম্বর ২০২২-২৩ মৌসুমে ৫৪ দিন মাড়াই দিবস নিয়ে আখ মাড়াই শুরু হয়। উদ্বোধনের ৩০ দিনের মাথায় ব্যাপক আখ সংকটে পড়েছে চিনিকলটি। সরেজমিন ঘুরে দেখা গেছে, নাটোর চিনিকলের আওতাভুক্ত বাগাতিপাড়া, আহমেদপুর, দস্তানাবাদ, ঝলমলিয়া, জিগরীপুর, তমালতলা, মালঞ্চি, ফাগুড়াদিয়া, কালিকাপুর, দহপাড়া, জামনগরসহ বিভিন্ন কেন্দ্রের চাষিদের জমিতে শত শত দণ্ডায়মান আখ দেখা গেছে। আখ জমি থেকে বেশি দামে চাষিরা গুড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। ফলে নাটোর চিনিকলে লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। মো. হোসেন আলী আখ চাষি বলেন, এক গাড়ি আখে নাটোর চিনিকল দাম দেয় ৫ হাজার টাকা। অন্যদিকে গুড় ব্যবসায়ীরা আমাদের ৭ হাজার টাকা দিচ্ছে। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁয়া বলেন, নর্থ বেঙ্গল মিল এলাকায় প্রচুর পাওয়ার ক্রাশার কল থাকায় নাটোর চিনিকল এলাকার আখগুলো সেখানে পাচার হচ্ছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে তারা আখ কিনছেন। চাষিদের অগ্রিম অতিরিক্ত মূল্য দিয়ে আখ ক্রয় করছেন। আমরা চাষিদের ঋণের মাধ্যমে সার, ব্রিজ ও নগদ অর্থ দিয়ে আখ চাষে উদ্বদ্ধু করছি। সেই আখ গুড় ব্যবসায়ীরা চাষিদের প্রলোভন দেখিয়ে অতিরিক্ত দামে কিনছেন। ফলে আখের সংকট পড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত