হঠাৎ করেই মাদকের ছড়াছড়ি

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে বর্তমানে মাদকের ছড়াছড়ি ব্যাপক হারে বেড়েছে। হঠাৎ করেই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিস্তার বেড়েছে। কেশবপুর শহরকেন্দ্রীক এলাকাসহ ১১ ইউনিয়নের প্রতিটি গ্রামেও এর ভয়াবহতা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। উঠতি বয়সি যুবক ও শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে মাদকের সঙ্গে। এর মধ্যে পৌর শহরসহ উপজেলার কলাগাছি, মঙ্গলকোট, সাতবাড়িয়া, মুলগ্রাম ও চিংড়া এলাকায় প্রতিনিয়ত স্থানীয় ও বহিরাগত যুবকরা এসে মাদক ব্যবসাসহ সেবন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কেশবপুরের বিভিন্ন মাদক বিক্রির সম্ভাব্য জায়গাগুলোতে হানা দিয়ে থানা পুলিশের পাশাপাশি র্যাব ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা মাদকদ্রব্যসহ একাধিক মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করেছেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, মদ ও চাষকৃত গাঁজাগাছ। পুলিশ বলেছে, কেশবপুরে মাদকের সঙ্গে যুক্ত হলে কোনো ব্যক্তিই ছাড় পাবে না। মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ বলেন, প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে শিক্ষার্থীসহ যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।

উপজেলা নাগরিক সমাজের আহ্বায়ক আবু বকর সিদ্দিক বলেন, এখনই যদি এদের রুখে দেয়া না যায়, তাহলে যুবক ও শিক্ষার্থীরা ধ্বংস হয়ে যাবে। এ ব্যাপারে কেশবপুর থানার ওসি মফিজুর রহমান বলেন, কেশবপুরে মাদকদ্রব্য বিক্রি ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে কোনো আপস নেই।