হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় হামদর্দ চিকিৎসা ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন, সুধী সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে ইসলামপুর সদরের মো. ফরিদুল হক খান অডিটরিয়ামে এই আয়োজন সম্পন্ন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামদর্দ বাংলাদেশের পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম। পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আবু তাহের। অনুষ্ঠানে ১ হাজার শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। পরে উপজেলা সদরে ফিতা কেটে হামদর্দের ইসলামপুর চিকিৎসা ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।