ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুড়িগ্রামে চিলমারী গণকমিটির মানববন্ধন

কুড়িগ্রামে চিলমারী গণকমিটির মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের ডানতীরে তীররক্ষা প্রকল্পকে ঝুঁকিতে ফেলে অব্যাহত বালু উত্তোলন ও বালুমহাল ঘোষণার চক্রান্তের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি চিলমারী শাখা।

এ সময় বক্তব্য দেন ভুক্তভোগীদের পক্ষে দেলদার হোসেন, শহিদুল ইসলাম, আলীমুদ্দীন, বাদশা মিয়া, নুর আমিন ও হায়দার আলী। গণকমিটির পক্ষে জেলা কমিটির সদস্য প্রভাষক আব্দুল কাদের, চিলমারী গণকমিটির সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, সদস্য ইঞ্জিনিয়ার রহমত আলী প্রমুখ।

বক্তারা বলেন, কৃষিজমি, মাছ, ডলফিন, পাখিসহ জীববৈচিত্র্য, শিল্পায়নের খনিজ সম্পদ ধ্বংস ও চিলমারী তীর সংরক্ষণ প্রকল্পকে ঝুঁকিতে ফেলে একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করছে। এই চক্রটি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ব্রহ্মপূত্রের ডান তীরকে ঝুঁকিতে ফেলার জন্য বালুমহাল ঘোষণার চক্রান্ত করছে। এরই প্রতিবাদে ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে মানববন্ধন ও প্রতিবাদ জানায় চিলমারী গণকমিটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত