ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নোংরা পরিবেশে সন্দেশ তৈরি করায় কারাদণ্ড

নোংরা পরিবেশে সন্দেশ তৈরি করায় কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সন্দেশ তৈরি, মিথ্যা ঠিকানা ব্যবহার ও লাইসেন্স না থাকায় মেহেদি হাসানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল বুধবার উপজেলার তারুন্দিয়া ইউনিয়নে মেহেদি হাসানের বাড়িতে এ অভিযান চালানো হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন। অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার, এসআই ওমর ফারুকসহ ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নে মেহেদি হাসানের বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টিসহ অন্যান্য পণ্য তৈরি করতে দেখা যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজা জেসমিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেহেদি হাসানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত