ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধভাবে নদী ও পুকুর খননের দায়ে ২ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে নদী ও পুকুর খননের দায়ে ২ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে নদী ও পুকুর খননের দায়ে এ জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘বাঙ্গালি-করতোয়া-ফুলজোড়-হুরাসাগর নদী সিস্টেম ড্রেজিং/পুনঃ খনন ও তীর সংরক্ষণ’ প্রকল্পের আওতায় জেলার রায়গঞ্জসহ ৩টি উপজেলায় ফুলজোড় নদী খনন কাজ চলছে। টিএনবি নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। ওই উপজেলার ভূঈয়াগাঁতী এলাকায় প্রধানমন্ত্রীর উপহার হতদরিদ্রদের জন্য আশ্রয়ণ প্রকল্পের সন্নিকটে এ নদী খনন প্রকল্পের কাজ করতে থাকে। এতে ওই আশ্রয়ণ প্রকল্প চরম ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৃপ্তি কণা মণ্ডল অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেন। এদিকে উল্লাপাড়া উপজেলার নাইমুড়ি গ্রামে রাতের আঁধারে অবৈধভাবে পুকুর খনন করছিল একই গ্রামের শফিকুল ইসলাম। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসন মঙ্গলবার সকালে উল্লেখিত স্থানে অভিযান চালায়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত