সীতাকুণ্ডে ৭০ কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭০ কোটি টাকা মূল্যের ভূমি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম পুলিশের একটি টিম নিয়ে উপজেলার ফৌজদারহাট সলিমপুর মৌজার বিএস দাগ ১-এ এই অভিযান চালিয়েছেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক জেলাপ্রশাসকের ভূমি উদ্ধার করেছেন বলে জানিয়েছেন তিনি। সেখানে দীর্ঘদিন ধরে বেদখল হয়ে যাওয়া ১৯ হাজার ৪১৮ একর উপকূলীয় বালুচর ভূমিতে কফিলের মালিকানাধীন শুকতারা নামের একটি চাইনিজ রেস্টুরেন্ট ও পার্ক ছিল। এছাড়াও কিছু ভূমিহীনের বিশটি কাঁচা ঘর দোকান ছিল।

হোসনে আরা নামের এক ভূমিহীন মহিলা জানান, তাদের আগে থেকে কোনো নোটিশ প্রদান না করে গত মঙ্গলবার সন্ধ্যায় ঘোষণা দিয়ে তারপরের দিন বুধবার তাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে। মহিউদ্দিন নামের আরেক ছিন্ন মূল বলেন, সরকার রোহিঙ্গাদের এনে জায়গা দিচ্ছে আর আমাদের ভূমি কেড়ে নিচ্ছে। এলাকার সচেতন নাগরিকরা বলেন, শুকতারা পার্কে চট্টগ্রামের শত শত লোকজন বিনোদনের উদ্দেশ্যে প্রতিদিন বেড়াতে আসেন।