প্রাথমিকের সব শিশু পাচ্ছে স্কুলব্যাগ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাগর আহম্মেদ, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আলহাজ আ ক ম মোজাম্মেল হকের ব্যবস্থাপনায় এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ, সহযোগী সংগঠনের সৌজন্যে প্রাথমিকের শিশুদের স্কুলব্যাগ বিতরণ করা হচ্ছে। ১২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ হাজার ৬০০ শিক্ষার্থী বিনামূল্যে এ স্কুলব্যাগ পাবে। গতকাল বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বিভিন্ন স্কুলে এ বই বিতরণের উদ্বোধন করেন। উপজেলা শিক্ষা অফিস, উপজেলা আওয়ামী লীগ ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর ব্যক্তিগত তহবিল, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে সংগৃহীত তহবিল থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের স্কুলব্যাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীর মাঝে দেয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় মন্ত্রী গোসাত্রা, টালাবহ, চন্দ্রা, মুরাদপুর, সোনাতলা ও বহেরাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যের স্কুলব্যাগ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, জিয়া ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়েছিল অস্ত্র। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ছাত্রছাত্রীদের মাঝে কাগজ-কলম তুলে দিয়েছি।