শেরপুরের নকলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপস্থিত শিক্ষকগনের সর্বসম্মতিক্রমে নকলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেনকে সভাপতি ও পূর্ব কায়দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির অন্যান্যরা হলেন- নির্বাহী সভাপতি নকলা চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার রহমান, নির্বাহী সাধারণ সম্পাদক গড়ের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক উরফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক। এ উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে চান্দের কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। নকলা চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে বক্তব্য দেন- নবনির্বাচিত সভাপতি মো. আলতাফ হোসেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, নবনির্বাচিত নির্বাহী সভাপতি মো. জুলফিকার রহমান, খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা মো. চাঁন মিয়া, নয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিদা খাতুন, গড়ের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আঞ্জুমান আরা বেগম প্রমুখ। সবশেষে উপস্থিত শিক্ষকগণের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি, নির্বাহী সভাপতি, সাধারণ সম্পাদক, নির্বাহী সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগনকে আগামী কয়েক দিনের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করে তা অনুমোদনের লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়।