ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টাকা আত্মসাতের দায় গ্রামীন ব্যাংক ব্যবস্থাপকের ১০ বছরের কারাদণ্ড

টাকা আত্মসাতের দায় গ্রামীন ব্যাংক ব্যবস্থাপকের ১০ বছরের কারাদণ্ড

১০ লাখ ৮৯ হাজার ২০৪ টাকা প্রতারণার অপরাধে গ্রামীণ ব্যাংকের ইবি শাখার কেন্দ্র ব্যবস্থাপক আব্দুর রহিমকে দুটি ধারায় ১০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ লাখ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি জয়পুরহাট জেলার বুলুপাড়া গ্রামের কামরুল ইসলামের ছেলে।

আদালতের মামলা সূত্রে জানা যায়, কুষ্টিয়ার ইবি শাখার গ্রামীণ ব্যাংক কেন্দ্র ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন কালে তার পরিচালনাধীন বিভিন্ন কেন্দ্রের সমিতির সর্বমোট ১৭১ জন ঋণ গ্রহীতা সদস্যদের নিকট হতে সংরক্ষিত পাস বইয়ে নিজে স্বাক্ষর করে টাকা আদায় করেন। পরে কালেকশন সিটে এন্ট্রি না করে দ্বিতীয় কর্মকর্তার নিকট জমা না দিয়ে ১০ লাখ ৮৯ হাজার ২০৪ টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শহীদুল ইসলাম মোড়ল অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা ও আত্মসাতের মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল গাফফার তদন্ত শেষে গত ২০১৬ সালের ১৬ আগস্টে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটির দীর্ঘদিন শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত