অগ্নিদগ্ধ আহত সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার অগ্নিদগ্ধে আহত সাবেক ব্যাংক কর্মকর্তা বৃদ্ধ আব্দুর রশিদ সরকার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ওই পৌর এলাকার বারোয়ারী বটতলা মহল্লার বাসিন্দা। তাড়াশ থানার ওসি (তদন্ত) নূরে আলম আলোকিত বাংলাদেশকে জানান, গত মঙ্গলবার ওই সাবেক কর্মকর্তা শীত নিবারণের জন্য বাসায় গ্যাসের চুলার পাশে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিলেন। এ সময় তার পরনের চাদর ও পাঞ্জাবিতে আগুন লেগে শরীরের অধিকাংশ স্থানে পুড়ে যায়। তাৎক্ষণিক তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।