শব্দদূষণের দায়ে কক্সবাজারে মামলা ও জরিমানা আদায়
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কক্সবাজার প্রতিনিধি
হাইড্রোলিক হর্নে উচ্চমাত্রায় শব্দ সৃষ্টি করে পরিবেশ দূষণের দায়ে কক্সবাজারে ৩৬টি যানবাহন চালককে মামলা করে ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৯৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রম-কক্সবাজার মহাসড়কের লিংক রোড ও কক্সবাজার-টেকনাফ সড়কের মুহুরীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী ৩৬টি যানবাহন চালকের বিরুদ্ধে ৩৬টি মামলা করে সাড়ে ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৯৬টি হাইড্রোলিক হর্নও জব্দ করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, উপ-পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান, পরিদর্শক ফাইজুল কবির।
পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম।