বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বলেছেন, দেশের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সততার মাধ্যমে কাজ করে যাচ্ছে আনসার ভিডিপি বাহিনীর। এ বাহিনীর ওপর যে কোনো দায়িত্ব আসুক না কেন? সব সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। বাহিনীর সদস্যদের বেতন বাড়ানোসহ আমাদের উন্নয়নসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। সদস্যরা প্রধানমন্ত্রীর যেকোনো নির্দেশ গুরুত্ব দিয়ে পালন করবে। গতকাল বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৩তম জাতীয় সমাবেশ-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বাহিনীটির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান।
মহাপরিচালক বলেন, মুক্তিযুদ্ধে এ বাহিনীর ৬৭০ জন সদস্য প্রাণ দিয়েছেন। বর্তমানে এ বাহিনীতে ৬১ লাখ নারী-পুরুষ সদস্য আছে। যা পৃথিবীর আর কোথাও আছে কিনা জানা নেই। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারি করোনা, দেশের উন্নয়ন, প্রতিটা নির্বাচন, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন সরকারি সম্পদ রক্ষা, সহায়তা প্রদান, দেশের অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করে যাচ্ছে। এরইমধ্যে এ বাহিনী বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।