কুষ্টিয়ায় মাহবুব-উল আলম হানিফ
দেশের মানুষ সংকটে নেই সংকটে আছে বিএনপি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন বার বার তারা আদালতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। বর্তমান সরকার কখনো বিচার ব্যবস্থাকে হস্তক্ষেপ করেনি। বিএনপির সমস্যা হচ্ছে তারা সব সময় তাদের পক্ষেই রায় যুক্তিক মনে করে তাদের বিপক্ষে যৌক্তিকভাবে রায় হয়। আওয়ামী লীগ সরকার বিচার ব্যবস্থাকে কোনো হস্তক্ষেপ করেনি, ভবিষ্যতেও করবে না। গতকাল শুক্রবার সকালে কুষ্টিয়ায় শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশ ও দেশের মানুষ কোনো সংকটে নেই, সংকটে আছে বিএনপি। যে দলের শীর্ষ দুই নেতা দণ্ডপ্রাপ্ত হয়ে একজন কারাগারে ও একজন বিদেশে পলাতক আছে তারা তো সংকটে থাকবে এটাই স্বাভাবিক। তাদের সংকট থেকে বাঁচার জন্য দেশে সংকট বলে অপ্রচার করে যাচ্ছে। দেশ ও দেশের জনগণও সংকটে নেই।
তিনি বলেন, যে কোনো রাজনৈতিক দলের গণতন্ত্র অধিকার হচ্ছে রাজনৈতিক কর্মসূচি পালন করা। বিএনপি বা অন্য কোনো দল কর্মসূচি পালন করবে এতে আওয়ামী লীগ কেন কথা বলবে। বিএনপি বিচ্ছিন্ন রাজনৈতিক দল, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে যে অপকর্মগুলো করেছিল তার কারণে আজ দল বিচ্ছিন্ন হয়ে গেছে। হরতাল অবরোধের নাম করে ২০১৩, ১৪, ১৫ সালে গাড়িতে আগুন লাগিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছিল।