ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ

স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ

দিনাজপুর শহরের লিলিমোড়ে একটি বাসা থেকে গতকাল শুক্রবার দুপুরে পুলিশ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করেছে। নিহত স্বামী-স্ত্রী হলেন শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা এলাকার রহিম উদ্দীনের ছেলে মজিবর রহমান ও তার স্ত্রী সুরাইয়া বেগম। সুরাইয়া বেগম মজিবর রহমানের দ্বিতীয় স্ত্রী। তাদের ঘরে একটি ছেলে সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাড়ির মালিক অ্যাডভোকেট নিলুফার রহিম ঢাকায় বসবাস করেন। তার বাড়িটি দেখাশুনার জন্য মজিবর রহমানকে দায়িত্ব প্রদান করা হয়েছিল। মজিবর রহমান দীর্ঘ ১৫ বছর ধরে সেই বাড়িতে স্ত্রী নিয়ে বাড়িটি দেখাশুনার পাশাপাশি বসবাস করে আসছিলেন। গত বৃহস্পতিবার রাত ১১টায় পার্শ্ববর্তী লুৎফুন্নেছা টাওয়ারের এক নৈশ্য প্রহরী পুরো বাসার বিদ্যুতের লাইন বন্ধ দেখতে পেয়ে নিলুফা রহিমকে বিষয়টি জানান। পরে নিলুফা রহিমের নির্দেশে ওই নৈশ্য প্রহরী বাড়ির ভেতরে প্রবেশ করলে স্বামী-স্ত্রীর লাশ দেখতে পান। পরে ওই নৈশ্য প্রহরী জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানান। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোমিনুল করিম জানান, বাড়িতে রান্না ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় স্ত্রী ও শোয়ার ঘরে ঝুলন্ত অবস্থায় মজিবর রহমানের লাশ পাওয়া যায়। পরে সিআইডির ফরেনসিক বিভাগের সদস্যরা নিহত দুইজনের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত